সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব ড. মো. মোখলেস উর রহমান। তিনি জানান, সাত দিনের মধ্যে কমিটিকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান এ তথ্য প্রকাশ করেন। তিনি আরও জানান, প্রাক্তন সিনিয়র সচিব আব্দুল মুয়ীদ চৌধুরীকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছে, যা সাত দিনের মধ্যে প্রতিবেদন দেবে।
অন্যদিকে, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনরতদের ওপর পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। সোমবার বেলা পৌনে ২টার দিকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে এ ঘটনা ঘটে। বিকাল ৪টা পর্যন্ত কয়েকশ চাকরি প্রত্যাশী ওই এলাকায় অবস্থান নিয়ে ছিলেন, যার ফলে রাজধানীর বেইলি রোডসহ কাকরাইল-মৎস্যভবন থেকে উত্তরা অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।