শিরোনাম

স্ত্রীসহ সাবেক সেনাপ্রধান আজিজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং তার স্ত্রী দিলশাদ নাহার কাকলীর দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছে আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর এই তথ্য নিশ্চিত করেছেন।

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে। তিনি ২০১২ সাল থেকে চার বছর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির নেতৃত্ব দেন। অভিযোগ উঠেছে, তার ভাই হারিস ও জোসেফের নাম পরিবর্তন করে পাসপোর্ট করার কাজে আজিজ আহমেদ সহযোগিতা করেছেন। এছাড়া, তিনি জোসেফের সাজা মওকুফ করার বিষয়েও দায়ী হন—এমন আলোচনা রয়েছে। তার দুর্নীতি নিয়ে আলজাজিরা একটি অনুসন্ধানী প্রতিবেদনও প্রকাশ করেছে।

আজিজ আহমেদ ২০২১ সালের ২৩ জুন অবসরে গেছেন। তার অবসরের প্রায় তিন বছর পর যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে নিষেধাজ্ঞা আরোপ করেছে, যার ফলে তিনি ও তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পাবেন না।

  • usharbani
  • আজিজ আহমেদ
  • ঊষারবাণী
  •