শিরোনাম

সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে

সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার রাতে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে তাকে আটক করা হয় বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

ফারুক খান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং শিল্পপতি ও সামিট গ্রুপের প্রতিষ্ঠাতা আজিজ খানের ভাই।

এক মাদ্রাসা ছাত্র সুমন ইসলাম (২৩) হত্যার অভিযোগে তার মা কাজলী গত ২০ সেপ্টেম্বর ফারুক খানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় ৩৮৮ জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকসহ অনেকে রয়েছেন। মামলা দায়ের করা হয় আশুলিয়া থানায়।

এজাহারে উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট সাভারের বাইপাইল এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতার ওপর পুলিশের গুলিতে মাদ্রাসা ছাত্র সুমন ইসলাম গুলিবিদ্ধ হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ৭ আগস্ট দুপুরে তার মৃত্যু হয়।

উল্লেখ্য, ফারুক খান দ্বাদশ সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

  • usharbani
  • ঊষারবাণী
  •