শিরোনাম

হাল্যান্ডের বিস্ময়কর গোল, প্রাগকে গুঁড়িয়ে দিলো ম্যানসিটি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

চ্যাম্পিয়নস লিগের তৃতীয় ম্যাচে ম্যানচেস্টার সিটি দাপুটে জয় পেয়েছে, স্পার্তা প্রাগকে ৫-০ গোলে পরাজিত করে। ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে আর্লিং হাল্যান্ড দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আলো কাড়েন। তিনি দুইটি গোল করেন, তবে প্রথম গোলটি তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

৫৮তম মিনিটে সাভিনহোর উঁচু ক্রস থেকে হাল্যান্ড শূন্যে লাফিয়ে গোড়ালের পেছন দিয়ে অসাধারণভাবে বল জালে পাঠান, যা ইতিহাদের দর্শকদের বিস্মিত করে। এই গোলের প্রশংসায় ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা বলেন, ‘আমি জানি না কীভাবে সে গোলটি করলো, এটি মানুষের পক্ষে স্বাভাবিক নয়।’

হাল্যান্ডের সতীর্থ ম্যাথিউস নুনেসও তার অসাধারণ গোল দেখে স্তব্ধ হয়ে যান। প্রাগের কোচ লার্স ফ্রিস হাল্যান্ডকে বিশ্বের সেরা স্ট্রাইকার হিসেবে আখ্যা দেন, তার ১৩তম গোল দেখে তিনি অবাক হয়েছেন।

হাল্যান্ডের দ্বিতীয় গোলটি আসে ৬৮তম মিনিটে, সাভিনহোর পাস থেকে তিনি বক্সে ঢুকে জোরালো শটে গোলটি করেন।

ম্যানসিটি ম্যাচের শুরুতেই ৩য় মিনিটে ফিল ফডেনের গোল করে এগিয়ে যায়, এরপর জন স্টোনস ৬৪তম মিনিটে তৃতীয় গোল করেন। শেষদিকে ৮৮তম মিনিটে পেনাল্টি থেকে নুনেস চূড়ান্ত গোলটি করেন। প্রাগ কিছু সুযোগ পেলেও সিটির ২২ শটের তুলনায় তাদের পাঁচ শট কোনো প্রভাব ফেলতে পারেনি।

  • usharbani
  • ঊষারবাণী
  • ম্যানচেস্টার সিটি
  • স্পার্তা প্রাগ
  •