শিরোনাম

হ্যারি কেইন তাণ্ডবে জয়ে ফিরল বায়ার্ন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে

জার্মান বুন্দেসলিগায় স্টুটগার্টকে পরাজিত করে লিগে দুই এবং সব প্রতিযোগিতায় তিন ম্যাচ পর জয় লাভ করেছে বায়ার্ন মিউনিখ। শনিবার (১৯ অক্টোবর) আলিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত এই ম্যাচে জার্মানির সফলতম ক্লাবটি ৪-০ গোলের ব্যবধানে জয়ী হয়।

ম্যাচের প্রথমার্ধে দু’দলই গোলের সুযোগ তৈরি করলেও সফল হতে পারেনি। একাধিক আক্রমণ সত্ত্বেও প্রতিপক্ষের রক্ষণভাগে ভাঙন ধরাতে ব্যর্থ হন উভয় দলের ফরোয়ার্ডরা। ফলে প্রথমার্ধ গোলশূন্য ড্রতে শেষ হয়।

বিরতির পর দু’দলই আক্রমণাত্মক খেলার মনোভাব নিয়ে মাঠে নামে। ম্যাচের ৫১তম মিনিটে একটানা আক্রমণের পর, গোলমুখে একটি সুবর্ণ সুযোগ হারানোর ছয় মিনিটের মধ্যে দলের জন্য প্রথম গোলটি করেন কেইন। বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে গোলটি নিশ্চিত করেন তিনি। গত দুই রাউন্ডের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে হারের ম্যাচেও গোলের দেখা পাননি কেইন। গত সপ্তাহে জাতীয় দলের হয়ে একটি ম্যাচ খেলেও গোল পাননি। তবে গোল খরা কাটানোর মাত্র তিন মিনিট পর বক্সে ডান পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন কেইন। ৮০তম মিনিটে তিনি হ্যাটট্রিক পূরণ করেন। ম্যাচের শেষদিকে, ৮৯তম মিনিটে কিংসলে কোমান দলের হয়ে চতুর্থ গোলটি করেন।

এই মৌসুমে লিগে কেইনের এটি দ্বিতীয় হ্যাটট্রিক। আসরে তার মোট গোল হলো আটটি। চ্যাম্পিয়ন্স লিগে দিনামো জাগরেবের বিপক্ষে ৯-২ ব্যবধানে জয়ের ম্যাচেও তিনি হ্যাটট্রিক করেছিলেন।

বর্তমানে সাত ম্যাচে পাঁচ জয় ও দুই ড্র নিয়ে ১৭ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে বায়ার্ন। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লাইপজিগ, এবং তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে ফ্রেইবুর্ক ও বায়ার লেভারকুজেন রয়েছে ১৫ ও ১৪ পয়েন্ট নিয়ে।

  • usharbani
  • ঊষারবাণী
  • বায়ার্ন মিউনিখ
  •