শিরোনাম

পঙ্গু হাসপাতালে আহতদের ক্ষোভের মুখে স্বাস্থ্য উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন জুলাই-আগস্ট আন্দোলনে আহতদের দেখতে গিয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। বুধবার দুপুর ১টার দিকে নিটোরের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে।

সরাসরি দেখা যায়, স্বাস্থ্য উপদেষ্টা প্রায় আড়াই ঘণ্টা ধরে হাসপাতালে চিকিৎসাধীন আহতদের খোঁজ নেন। কিন্তু হাসপাতাল থেকে বের হওয়ার সময়, সাংবাদিকরা কথা বলতে চাইলে আশেপাশের আহত রোগীদের সরতে বলা হয়। এতে আন্দোলনকারীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। আহতরা উপদেষ্টার গাড়ির সামনে এসে দাঁড়ান এবং এক পর্যায়ে একজন গাড়ির সামনে বসে পড়েন, আরেকজন গাড়ির ওপর উঠে যান। তারা কিছুক্ষণ ধরে গাড়িতে আঘাত করতে থাকেন এবং গাড়িচালকসহ অন্যদের নেমে আসতে বলেন।

পরবর্তীতে উপদেষ্টা ও ব্রিটিশ রাষ্ট্রদূত আরেকটি গাড়িতে সেখান থেকে চলে যান। এদিকে, আন্দোলনকারীরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের গাড়ি এবং প্রটোকলে থাকা পুলিশের গাড়িও আটকে দেন, যার ফলে আগারগাঁও থেকে শ্যামলী সড়ক বন্ধ হয়ে যায়।

চিকিৎসাধীন আন্দোলনকারীদের অভিযোগ, উপদেষ্টা তাদের প্রত্যাশা অনুযায়ী সবার সাথে কথা বলেননি। তারা চেয়েছিলেন তাদের সমস্যার কথা শুনে কার্যকর সমাধানের উদ্যোগ নেওয়া হবে। কেউ কেউ হাসপাতালের খাবারের মান নিয়েও অভিযোগ করেন। এছাড়াও, আর্থিক সহযোগিতা ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার দাবি করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে তারা অভিযোগ করেন।

  • usharbani
  • ঊষারবাণী
  • পঙ্গু হাসপাতাল
  • স্বাস্থ্য উপদেষ্টা
  •