এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ প্রকাশিত হবে। সকাল ১১টায় দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পৃথকভাবে এ ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা মোবাইল ফোনে এসএমএস এবং ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে পারবে। তবে এবার কোনো আনুষ্ঠানিকতার পরিবর্তে সম্পূর্ণ নতুন আঙ্গিকে ফল প্রকাশ করতে যাচ্ছে শিক্ষা বোর্ডগুলো। আগের প্রচলিত নিয়ম পরিবর্তন করে এবার বোর্ড চেয়ারম্যানরাই ফল ঘোষণা করবেন। এতে সরকারপ্রধান বা শিক্ষা মন্ত্রণালয়ের কোনো প্রতিনিধি উপস্থিত থাকবেন না।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানিয়েছেন, বেলা ১১টায় সব বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েও ফল জানতে পারবে। ১১টি বোর্ডের সংক্ষিপ্ত সারসংক্ষেপ ঢাকা বোর্ড থেকে প্রকাশ করা হবে। কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই ফলাফলের সংক্ষিপ্তসার সাংবাদিকদের দেওয়া হবে।
বোর্ড চেয়ারম্যানদের মাধ্যমে ফল প্রকাশ: আগের বছরগুলোতে, সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা গণভবনে প্রধানমন্ত্রীকে ফলাফলের সংক্ষিপ্তসার তুলে দিতেন এবং প্রধানমন্ত্রী ফল ঘোষণা করতেন। পরে শিক্ষামন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বা সচিবালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফলের বিস্তারিত প্রকাশ করতেন। এবার সেই ধারাবাহিকতা ভেঙে নতুন পদ্ধতিতে ফল প্রকাশ করা হচ্ছে, যা অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের অংশ।
ফল জানার উপায়: ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষার্থীরা www.dhakaeducationboard.gov.bd, www.educationboardresults.gov.bd বা www.eduboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে ফলাফল জানতে পারবে। EIIN নম্বর দিয়ে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল শিট ডাউনলোড করা যাবে। এছাড়া রোল এবং রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে ব্যক্তিগত ফলাফলও জানা যাবে। বোর্ডের অ্যান্ড্রয়েড অ্যাপ থেকেও ফলাফল পাওয়া যাবে।
এসএমএসের মাধ্যমে ফলাফল জানার প্রক্রিয়া: যে কোনো মোবাইল অপারেটরের মাধ্যমে ফলাফল জানার জন্য, মেসেজ অপশনে গিয়ে HSC<>Board Name (First 3 Letter) <> Roll <> Year লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণস্বরূপ, বরিশাল বোর্ডের জন্য HSC <> Bar <> Roll <> 2023 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে প্রি-রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের মোবাইলে তাদের ফলাফল পৌঁছে যাবে।
সাবজেক্ট ম্যাপিং এবং ফল প্রকাশ: এ বছর কিছু বিভাগের শিক্ষার্থীদের পাঁচটি এবং কিছু শিক্ষার্থীর ছয়টি পরীক্ষা হয়েছে। বাকি পরীক্ষাগুলোর ফল এসএসসির ফলাফলের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে। যেসব পরীক্ষা বাতিল হয়েছে, তাতে কোনো শিক্ষার্থী ফেল করবে না। তবে অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে কিছু শিক্ষার্থী ফেল করেছে বলে জানা গেছে। এইচএসসি পরীক্ষা ৩০ জুন শুরু হয়, এতে পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।