শিরোনাম

এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এইচএসসিতে পাসের হার দাঁড়িয়েছে ৭৭ দশমিক ৭৮ শতাংশ।

মঙ্গলবার সকাল ১১টায় সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একযোগে ফল প্রকাশ করা হয়।

শিক্ষার্থীরা মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে এবং ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন। তবে এবারের ফল প্রকাশের প্রক্রিয়া সম্পূর্ণ ভিন্নভাবে সম্পন্ন হয়েছে, কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই। সব বোর্ডের চেয়ারম্যানরা ফল ঘোষণা করেন, এবং সেখানে সরকারপ্রধান বা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাদের উপস্থিতি ছিল না।

ফলাফল থেকে দেখা যায়, ৯টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি বোর্ডসহ মোট ১১টি শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। গত বছরের তুলনায় এই সংখ্যা কিছুটা কম; গত বছর গড় পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ।

এবার জিপিএ-৫ অর্জন করেছেন এক লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ৯২ হাজার ৩৬৫ জন। অর্থাৎ, এবার জিপিএ-৫ পাওয়ার সংখ্যা বেড়েছে ৫৩ হাজার ৫৪৬ জন।

  • usharbani
  • ঊষারবাণী
  • এইচএসসি
  •