শিরোনাম

জাতি গঠনের সুযোগ নষ্ট হলে দেশ অনেক পিছিয়ে যাবে : প্রধান উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতি গঠনের সুযোগকে ঐক্যবদ্ধভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই সুযোগ হারালে বাংলাদেশ অনেক পিছিয়ে পড়বে।

রবিবার সকালে বিমানবাহিনী সদর দফতরে নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ ২০২৪-এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা জানান, ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে, যা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহায়ক হবে। জাতির এই অগ্রযাত্রায় নৌবাহিনী ও বিমানবাহিনী জনসেবায় অতীতের মতোই দক্ষতার সঙ্গে পাশে থাকবে—এই প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, দেশের সংকটকালে এ বাহিনীগুলো মানুষের আস্থার প্রতীক হিসেবে ভূমিকা রেখেছে।

বাহিনীতে পদোন্নতির ক্ষেত্রে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, এবং সততার ওপর বিশেষ গুরুত্ব দিতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা দেন ড. ইউনূস।

  • usharbani
  • ড. মুহাম্মদ ইউনূস
  •