শিরোনাম

ইরান-ইসরাইল সংকটের প্রভাব মোকাবিলায় কী প্রস্তুতি নিতে বললেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৭ মাস আগে
ইরান-ইসরাইল সংকটের প্রভাব মোকাবিলায় কী প্রস্তুতি নিতে বললেন প্রধানমন্ত্রী

ইরান-ইসরায়েলের চলমান সংঘাতময় পরিস্থিতির দিকে তীক্ষ্ণ নজর রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের এমন তথ্য দিয়েছেন। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

মাহবুব হোসেন বলেন, চলমান এই সংঘাতের ঘটনার প্রতিক্রিয়া মোকাবিলায় যার যার খাত, সবাইকেই প্রস্তুত থাকতে বলেছেন প্রধানমন্ত্রী। তবে বাণিজ্য কিংবা অর্থনীতির কথা সুনির্দিষ্ট করে বলেননি।

বিষয়টি আরও পরিষ্কার করতে সচিব বলেন, সংঘাতের ফলে তেলের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। সেই প্রভাব মোকাবিলায় প্রস্তুতি নিতে বলেছেন শেখ হাসিনা।

উল্লেখ্য, গত ১ এপ্রিল সিরিয়ায় ইরানের দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৩ জন প্রাণ হারান। মৃতদের মধ্যে ছিলেন দুজন ইরানি সেনা কর্মকর্তাও। এই হামলার পেছনে ইসরায়েলের হাত ছিল বলে অভিযোগ তেহরানের। তারপর থেকেই ইসরায়েলকে লাগাতার হুমকি দিয়ে যাচ্ছিল ইরান।

তারই ধারাবাহিকতায় শনিবার গভীর রাতে শতাধিক ড্রোন ও মিসাইল হামলা চালায় মধ্যপ্রাচ্যের পরমাণু শক্তিধর দেশটি। এর বেশিরভাগই ইরানের অভ্যন্তর থেকে নিক্ষেপ করা হয়।

তবে এ হামলায় অবশ্য তেমন ক্ষয়ক্ষতি হয়নি। কারণ বেশিরভাগ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়েছে বলে ইসরায়েল দাবি করেছে। এ হামলার পর উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে।

আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্যনতুন সকল আপডেট পেতে ঊষার বাণীর সাথেই থাকুন।

  • usharbani
  • ইরান-ইসরায়েলসংঘাত
  • ঊষারবাণী
  • ডেইলিঊষারবাণী
  • ধানমন্ত্রীশেখহাসিনা
  • মন্ত্রিপরিষদসচিব
  •