অন্তর্বর্তী সরকারকে অচল ও অগণতান্ত্রিক হিসেবে চিহ্নিত করার চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক। সোমবার (২ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
ফারুক দাবি করেন, আওয়ামী লীগের দোসররা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পর্যায়ে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবি জানান তিনি।
এছাড়া, ফারুক বলেন, রাষ্ট্র সংস্কারে আপত্তি নেই, তবে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। তিনি সতর্ক করেন, আওয়ামী লীগ যেন আবার রাষ্ট্রকে ধ্বংস করতে না পারে। আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে সর্বাধুনিক অস্ত্র থাকার অভিযোগ তুলে যৌথ বাহিনীর অভিযানে সেগুলো উদ্ধারের আহ্বান জানান বিএনপির এই নেতা।
অপরদিকে, সকালে নয়াপল্টনে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।