মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ দল। উইয়ান মুল্ডার ও কাগিসো রাবাদার আক্রমণে মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ৬ উইকেট হারিয়েছে টাইগাররা।
মুল্ডার প্রথম আঘাত হানেন দ্বিতীয় ওভারেই, যখন শূন্য রানে আউট হয়ে ফিরে যান সাদমান ইসলাম। অফ স্টাম্পের বাইরের বলটি অপ্রয়োজনীয় শট খেলে দ্বিতীয় স্লিপে ধরা পড়েন তিনি। এরপর মমিনুল হকও বেশি সময় টিকতে পারেননি।
ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলেই মুল্ডারের বল মুমিনুলের পায়ে লাগে, যার ফলে দক্ষিণ আফ্রিকা জোরালো আবেদন করে। আম্পায়ার ‘না’ বললে প্রোটিয়া অধিনায়ক মার্করাম রিভিউ নেন। রিভিউয়ের সময় আল্ট্রা-এজ প্রযুক্তি দিয়ে দেখা যায়, বল ব্যাটে লাগেনি। কিন্তু এরপর হক-আই ব্যবহার করে বলের পিচিং, ইম্প্যাক্ট ও স্টাম্পে আঘাত করছে কি না, তা দেখা সম্ভব হয়নি, কারণ তখন ইন্টারনেট ডাউন ছিল।
এই পরিস্থিতি শুধু তৃতীয় আম্পায়ারের ক্ষেত্রেই নয়, ড্রেসিংরুম এবং প্রেসবক্সেও ইন্টারনেট ডাউন ছিল প্রায় ১৫ মিনিট। মুমিনুল দুই বল পরেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন, তবে ওই রিভিউয়ের সিদ্ধান্ত সঠিক ছিল কি না, তা স্পষ্ট করে দেখা যায়নি ইন্টারনেট সমস্যার কারণে।