উয়েফা নেশন্স লিগ ‘এ’-এর গ্রুপ টু’তে ইতালি জয় পেয়েছে ইসরায়েলের বিপক্ষে ২-১ ব্যবধানে। এই জয়ের মাধ্যমে দোন্নারুম্মার দল গ্রুপের শীর্ষস্থানে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে।
নেশন্স লিগের প্রথম ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ইতালি দুর্দান্ত সূচনা করেছিল। দ্বিতীয় ম্যাচেও ইসরায়েলের বিপক্ষে আধিপত্য বজায় রাখে আজ্জুরিরা।
ম্যাচের ৩৮তম মিনিটে ফেদেরিকো দিমার্কোর ক্রস থেকে দাভিদে ফ্রাত্তেসি গোল করে ইতালিকে লিড এনে দেন। এরপর ৬২ মিনিটে ময়েস কিন দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।
ম্যাচের শেষ মুহূর্তে, ৯০ মিনিটে, ইসরায়েল একটি গোল শোধ করে আবু ফনির মাধ্যমে। তবে ২-১ ব্যবধানে হার এড়াতে পারেনি তারা। টানা দুই পরাজয়ে গ্রুপের তলানিতে অবস্থান করছে ইসরায়েল।