ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ার। তিনি ২০১৭ সাল থেকে গাজায় এই সংগঠনের রাজনৈতিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবরের হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে তাকেই চিহ্নিত করা হয়েছিল।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) লেবাননের এলবিসিআই নিউজের বরাত দিয়ে তাস নিউজ তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
সিনওয়ারের উত্তরসূরী হিসেবে হামাসের নতুন প্রধান মনোনীত হয়েছেন খালেদ মাশাল। লেবাননের এলবিসিআই নিউজের এক সূত্র জানায়, খালেদ মাশাল এখন হামাসের ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব গ্রহণ করেছেন এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
সূত্র আরও জানায়, সিনওয়ারের মৃত্যুর বিষয়টি হামাসের পক্ষ থেকে তুরস্ক, কাতার এবং মিশরের কর্মকর্তাদের জানানো হয়েছে। সিনওয়ারের মৃত্যুর পর বন্দি বিনিময় এবং যুদ্ধের সমাপ্তি নিয়ে আলোচনা আরও জটিল হয়ে উঠবে বলে হামাসের পক্ষ থেকে জোর দেওয়া হয়েছে।
তবে ইসরায়েলের দাবি অনুযায়ী ইয়াহিয়া সিনওয়ারের নিহত হওয়ার বিষয়ে এখনো হামাসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।