আজ (২৬ ফেব্রুয়ারি ২০২৫) কৃষিবিদ গ্রুপের অঙ্গ-প্রতিষ্ঠান গ্লোরিয়াস ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বিশিষ্ট কৃষিবিজ্ঞানী ড. আলী আফজাল।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, এবং কৃষিবিদ গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ আলমগীর এবং সভাপতিত্ব করেন গ্লোরিয়াস ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল নাজমা ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ড. আলী আফজাল শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘শিক্ষা মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ। কঠোর পরিশ্রম ও সততা দিয়ে তোমরা নিজেকে গড়ে তুলবে এবং দেশের সেবা করবে।’
অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে নৃত্য, গান ও নাটক পরিবেশিত হয়। পরে বিভিন্ন শ্রেণির কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।
কৃষিবিদ গ্রুপের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এই অনু্ষ্ঠানটি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করে।