শিরোনাম

কৃষিবিদ সীড লিমিটেড ও গ্লোরিয়াস ক্রপ কেয়ার লিমিটেডের ইফতার মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২ সপ্তাহ আগে

আজ সোমবার (২৪ মার্চ ২০২৫) পবিত্র মাহে রমজান উপলক্ষে কৃষিবিদ সীড লিমিটেড ও গ্লোরিয়াস ক্রপ কেয়ার লিমিটেডের যৌথ আয়োজনে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর কৃষিবিদ গ্রুপের অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির উচ্চপদস্থ কর্মকর্তা, কর্মচারী, আমন্ত্রিত অতিথি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বিশিষ্ট কৃষিবিজ্ঞানী ড. আলী আফজাল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ গ্রুপের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম সরকার এবং কৃষিবিদ সীড লিমিটেড ও গ্লোরিয়াস ক্রপ কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ শরীফ মোহাম্মদ তসলিম রেজা। তারা রমজানের গুরুত্ব ও প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট কৃষিবিজ্ঞানী ড. আলী আফজাল বলেন, “আমাদের প্রতিষ্ঠান কৃষির উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষকদের উন্নতি এবং দেশের কৃষিক্ষেত্রে অগ্রগতির জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই ইফতার মাহফিল আমাদের কর্মীদের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করবে এবং আমাদের কাজের প্রতি নতুন অনুপ্রেরণা জোগাবে।”

WhatsApp Image 2025 03 24 at 5.42.16 PM

ইফতারের আগে কুরআন তেলাওয়াত ও দোয়া অনুষ্ঠিত হয়, যেখানে প্রতিষ্ঠানের সবাই সমবেত হয়ে দোয়া করেন। দোয়া পরিচালনা করেন প্রতিষ্ঠানের প্রধান ধর্মীয় উপদেষ্টা।

WhatsApp Image 2025 03 24 at 5.42.15 PM

ইফতার আয়োজনে ছিল খেজুর, ফলমূল, শরবত, পেঁয়াজু, বেগুনি, চপ, ছোলা, দই বড়া ও অন্যান্য ঐতিহ্যবাহী ইফতার সামগ্রী। এছাড়া মূল খাবারের মধ্যে বিরিয়ানি, সালাদ ও মিষ্টান্ন পরিবেশন করা হয়।

No tags found for this post.