শিরোনাম

দাম কমল এলপি গ্যাসের

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

“চলতি নভেম্বর মাসের জন্য এলপিজির (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ১২ কেজি সিলিন্ডারের দাম ১ টাকা কমিয়ে ভোক্তা পর্যায়ে ১ হাজার ৪৫৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। মঙ্গলবার (৫ নভেম্বর) সংস্থাটি এ মূল্য ঘোষণা করে, যা সন্ধ্যা থেকে কার্যকর হবে।”

অক্টোবর মাসে এলপিজির দাম ৩৫ টাকা বাড়িয়ে ১২ কেজির সিলিন্ডারের মূল্য ১ হাজার ৪৫৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এর আগে, আগস্ট মাসে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১১ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৭৭ টাকা করা হয়। জুলাই মাসের তুলনায় এটি বাড়ানো হয়, যখন দাম ছিল ১ হাজার ৩৬৬ টাকা।

গত জুন ও মে মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম যথাক্রমে ৩০ টাকা ও ৪৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৩ ও ১ হাজার ৩৯৩ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া, এপ্রিল মাসে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৪০ টাকা কমিয়ে ১ হাজার ৪৪২ টাকা নির্ধারণ করা হয়েছিল। এর আগে টানা ৮ মাস ধরে এলপিজির দাম বেড়েছিল।

সৌদি আরামকো কর্তৃক ঘোষিত নভেম্বর (২০২৪) মাসের সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় করতে আজ বিইআরসি এ নির্দেশনা প্রকাশ করেছে।

  • usharbani
  • ঊষারবাণী
  • এলপিজি গ্যাস
  •