শিরোনাম

এমবাপ্পের জোড়া গোলে, জয়ে ফিরলো রিয়াল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে
সংগৃহীত

স্প্যানিশ লা লিগায় জয়ের ধারায় ফিরেছে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে লস ব্ল্যাঙ্কোসরা ২-০ ব্যবধানে পরাজিত করেছে রিয়াল বেতিসকে। রোববার (১ সেপ্টেম্বর) নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এ জয়ে মাদ্রিদের দলটি ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

ম্যাচের প্রথম দশ মিনিটেই তিনবার আক্রমণ করে রিয়ালকে চাপে ফেলে বেতিস। তবে রিয়ালের রক্ষণভাগ দৃঢ়তা দেখিয়ে আক্রমণগুলো প্রতিহত করে। ম্যাচের ২০তম মিনিটে রিয়াল প্রথমবারের মতো জোরালো আক্রমণ করে। রদ্রিগোর কর্নার থেকে এডার মিলিতাও হেড করেন, কিন্তু বেতিসের গোলরক্ষক রুই সিলভা দক্ষতার সঙ্গে তা রুখে দেন।

চার মিনিট পর এমবাপ্পে ভালভার্দের পাস থেকে একটি ভালো সুযোগ পেলেও তার শট লক্ষ্যে থাকেনি। ৪০তম মিনিটে ভিনিসিয়ুসের কল্যাণে এমবাপ্পে আবারও গোলের সুযোগ পান, তবে বক্সে ঢুকেও বলের সংস্পর্শে আসতে পারেননি। ফলে, প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়।

বিরতির পর ৫০তম মিনিটে রিয়াল এগিয়ে যাওয়ার সুযোগ পায়, কিন্তু ভিনিসিয়ুসের শট বেতিসের এক ডিফেন্ডারের পায়ে লেগে পোস্টে আঘাত করে। এমবাপ্পে ফিরতি বল বক্সের বাইরে থেকে উড়িয়ে মারলে সমর্থকদের হতাশা আরও বাড়ে। তবে, ৬৭তম মিনিটে ভালভার্দের পাস থেকে এমবাপ্পে একটি বাঁ পায়ের শটে গোল করে রিয়ালকে এগিয়ে নেন।

প্রথম গোলের পর ৭৫তম মিনিটে পেনাল্টি কিক থেকে এমবাপ্পে তার দ্বিতীয় গোলটি করেন। আগের ম্যাচে পেনাল্টি কিক নেওয়া ভিনিসিয়ুস এবার এমবাপ্পেকে সুযোগ দেন। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

লিগে ৪ ম্যাচে ২টি জয় ও ২টি ড্র নিয়ে ৮ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে অবস্থান করছে রিয়াল। সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে তৃতীয় ও চতুর্থ স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ ও ভিয়ারিয়াল। ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা।

Krishibid Group Real Estate-ads