অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের জন্য আর্জেন্টিনা দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা লিওনেল মেসি এবার স্কোয়াডে ফিরেছেন।
ক্লাব ফুটবলে বিরতি থাকার কারণে মেসি ইতোমধ্যেই দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের ফোর্ট লডারডেলে ইন্টার মায়ামির সুবিধা কাজে লাগিয়ে আর্জেন্টিনা দলের ফুটবলাররা অনুশীলন করছেন।
এর আগে ইনজুরির কারণে মেসি চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচগুলোতে খেলতে পারেননি। তবে চোট কাটিয়ে ওঠার পর তিনি ক্লাব ফুটবলে ইন্টার মায়ামির হয়ে খেলছেন এবং ভালো ফর্মেও রয়েছেন। গত ১৪ সেপ্টেম্বর থেকে মায়ামির হয়ে সব ম্যাচে অংশ নিয়েছেন এই আর্জেন্টাইন তারকা।
আগামী শুক্রবার ভেনেজুয়েলার বিপক্ষে খেলতে মেসিরা মায়ামি থেকে ভেনেজুয়েলায় উড়াল দেবেন। সেই ম্যাচের পর আর্জেন্টিনা ফিরে দেশে বলিভিয়ার বিপক্ষে ১৬ অক্টোবর বিশ্বকাপ বাছাইপর্বের পরবর্তী ম্যাচ খেলবে।
আর্জেন্টিনা বর্তমানে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে।