শিরোনাম

১ কোটি ২৫ লাখ টাকায় মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন চালু

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ভাঙচুর হওয়া মিরপুর-১০ মেট্রো স্টেশন ২ মাস ২৭ দিন পর পুনরায় চালু হয়েছে। এই স্টেশন মেরামতে খরচ হয়েছে ১ কোটি ২৫ লাখ টাকা।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে মিরপুর-১০ মেট্রো স্টেশন পরিদর্শনের সময় সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, মিরপুর-১০ স্টেশনটি পুনরায় চালু করতে মোট ১ কোটি ২৫ লাখ টাকা খরচ হয়েছে। তবে অন্যান্য স্টেশন থেকে যন্ত্রাংশ এনে সংযোজন করায় দুই স্টেশন মেরামতে মোট খরচ হবে ১৮ কোটি ৮৫ লাখ টাকা।

তিনি আরও জানান, গত ২০ সেপ্টেম্বর ২২ লাখ টাকার প্রাথমিক ব্যয়ে কাজীপাড়া মেট্রো স্টেশনটি পুনরায় চালু করা হয়।

গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির সময় বিক্ষুব্ধ আন্দোলনকারীরা মিরপুর ১০ নম্বর গোলচত্বরে থাকা পুলিশ বক্সে আগুন লাগিয়ে দেয়, যা মেট্রোরেল পর্যন্ত ছড়িয়ে পড়ে। জননিরাপত্তার কারণে মেট্রোরেল চলাচল সেদিন বিকাল সাড়ে ৫টায় বন্ধ করা হয়। পরের দিন ১৯ জুলাই মেট্রোরেল সাপ্তাহিক ছুটির জন্য বন্ধ ছিল। এরপর কাজীপাড়া এবং মিরপুর-১০ স্টেশনে ব্যাপক ভাঙচুরের কারণে স্টেশন দুটি বন্ধ রাখা হয়।

আগের সরকার বলেছিল, স্টেশন দুটির মেরামত এবং পুনরায় চালু করতে এক বছর সময় লাগবে এবং খরচ হবে প্রায় সাড়ে ৩০০ কোটি টাকা। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মাত্র দুই মাসের মাথায় কাজীপাড়া স্টেশন এবং দুই মাস ২৭ দিনের মধ্যে মিরপুর-১০ স্টেশন চালু করতে সক্ষম হয়েছে।

  • usharbani
  • ঊষারবাণী
  • মেট্রোরেল
  •