শিরোনাম

সৌদিতে চাঁদ দেখা গেছে, সৌদিতে কাল ঈদ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৬ দিন আগে

সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, রবিবার পালিত হবে ঈদুল ফিতর

ইসলামের পবিত্রতম স্থান সৌদি আরবে ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামীকাল রবিবার (৩০ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। শনিবার (২৯ মার্চ) দুই মসজিদভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন এ তথ্য নিশ্চিত করেছে। চাঁদ দেখা যাওয়ায় সৌদি নাগরিকরা এ বছর ২৯টি রোজা পালন করেছেন।

সৌদি আরবের দুটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ কেন্দ্র, সুদাইর ও তুমাইর, চাঁদ দেখার জন্য বিশেষ প্রস্তুতি গ্রহণ করে। আনুষ্ঠানিকভাবে সন্ধ্যা ৬টার দিকে চাঁদ অনুসন্ধান শুরু হয়। সুদাইর পর্যবেক্ষণ কেন্দ্রের প্রধান জ্যোতির্বিদ আব্দুল্লাহ আল-খুদাইরি জানান, ওইদিন ৬টা ১২ মিনিটে সূর্যাস্ত হয় এবং চাঁদ সূর্যাস্তের ৮ মিনিট পর অস্ত যায়। তার মতে, আকাশ পরিষ্কার থাকলে চাঁদ দেখা সম্ভব ছিল। পরে, জ্যোতির্বিদ আব্দুল্লাহ আল-আমার আশাবাদ প্রকাশ করে বলেন, “সুদাইরে আমরা চাঁদ দেখতে পাব বলে আশা করছি।” শেষ পর্যন্ত তাদের পর্যবেক্ষণ সঠিক প্রমাণিত হয়।