জিম্মিদের জীবিত উদ্ধারে ব্যর্থতায় ক্ষমা চাইলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জিম্মিদের জীবিত উদ্ধার করতে ব্যর্থ হওয়ার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। সোমবার বিক্ষোভের মুখে তিনি জিম্মিদের পরিবারের কাছে এ ক্ষমা প্রার্থনা জানান। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলে যুদ্ধবিরতি চুক্তির দাবিতে হাজার হাজার মানুষের বিক্ষোভের দ্বিতীয় রাতে জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু তার ক্ষমা প্রার্থনা করেন।
বিবৃতিতে নেতানিয়াহু বলেন, “আমি পরিবারগুলিকে বলেছি এবং আজ রাতে এখানে আবারও বলতে চাই, আমি আপনাদের কাছে ক্ষমা চাই যে আমরা তাদের জীবিত ফিরিয়ে আনতে সফল হইনি।”