শিরোনাম

ভারতকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজে লিড কিউইদের

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে

বেঙ্গালুরু টেস্টে স্বাগতিক ভারতকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করেছে নিউজিল্যান্ড। ম্যাচের শেষ দিনে তাদের প্রয়োজন ছিল ১০৭ রান, হাতে ছিল ১০ উইকেট। প্রথম ইনিংসে ভারতের ব্যাটিং বিপর্যয়ে মাত্র ৪৬ রানে অলআউট হয়ে যায়, আর নিউজিল্যান্ড বড় লিড নেয়। রাচিন রবীন্দ্রের সেঞ্চুরি ও আরও দুই অর্ধশতকের উপর ভর করে কিউইরা ৪০২ রানে প্রথম ইনিংস শেষ করে। ভারতের দ্বিতীয় ইনিংসে কিছুটা প্রতিরোধের পরও, নিউজিল্যান্ডকে অল্প লক্ষ্য দিতে বাধ্য হয় স্বাগতিকরা।

এই জয়ের মাধ্যমে প্রায় ৩ যুগ পর ভারতের মাটিতে টেস্ট জিতলো নিউজিল্যান্ড। শেষবার তারা ১৯৮৮ সালে মুম্বাই টেস্টে জয় পেয়েছিল ভারতের বিপক্ষে।

আগের দিন আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ না হলে নিউজিল্যান্ড আরও এগিয়ে যেতে পারতো, কিন্তু শেষ দিন ব্যাটিংয়ে নেমে তারা দ্রুত উইকেট হারায়। অধিনায়ক টম ল্যাথাম ও ওপেনার ডেভন কনওয়ে দ্রুত বিদায় নেন। এরপর ইয়ং ও রাচিনের অবিচ্ছিন্ন ৭৫ রানের জুটির মাধ্যমে জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড। ভারতের পক্ষে জাসপ্রিত বুমরাহ দুটি উইকেট তুলে নেন।

প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের পর দ্বিতীয় ইনিংসে ভারত কিছুটা ঘুরে দাঁড়ায়। বেঙ্গালুরু টেস্টের চতুর্থ দিনে ৩টি ফিফটি এবং ১টি সেঞ্চুরির মাধ্যমে রোহিত শর্মার দল এগিয়ে যায়। এক পর্যায়ে ভারতের স্কোর ছিল ৪ উইকেটে ৪৩৩ রান, কিন্তু এরপর ব্যাটিং ধস নামে এবং শেষ ৫ উইকেটে মাত্র ২৯ রান যোগ করতে পারে তারা। সরফরাজ খানের ১৫০ রানের ইনিংস, আর ঋষভ পান্তের নার্ভাস নাইন্টিন ভক্তদের আশাহত করে।

ম্যাচের তৃতীয় দিনে রোহিত শর্মা ও বিরাট কোহলির করা জোড়া অর্ধশতকের পর ভারতের স্কোর পৌঁছে ৪৬২ রানে। নতুন বল নেয়ার পর শেষ ২০ ওভারে নিউজিল্যান্ডের বোলাররা ভারতের ব্যাটিং অর্ডার ভেঙে দেয়। এই লিডের কারণে নিউজিল্যান্ড শেষ দিনে সহজেই জয় নিশ্চিত করে।

উল্লেখ্য, সিরিজের দ্বিতীয় টেস্ট পুনেতে অনুষ্ঠিত হবে। আগামী ২৪ অক্টোবর মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে দুই দল পরস্পরের মুখোমুখি হবে।

  • usharbani
  • ঊষারবাণী
  • নিউজিল্যান্ড
  • ভারত
  •