শিরোনাম

আবার ইনজুরিতে নেইমার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে
ছবি : নেইমার

ইনজুরির দুঃস্বপ্ন যেন নেইমারকে ছাড়ছেই না। গত বছর এএসিএল ইনজুরির কারণে এক বছর মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে। গত মাসে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ দিয়ে আবার মাঠে ফেরেন নেইমার জুনিয়র। তার ফিরে আসার আনন্দে ভাসতে থাকা ভক্তরা আবারও হতাশ হলেন, কেননা নতুন করে ইনজুরিতে পড়েছেন এই ব্রাজিলিয়ান তারকা।

ফিরেই দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে ফের ইনজুরির শিকার হয়ে মাঠ ছাড়তে হয়েছে নেইমারকে। ইস্তেঘাল এফসির বিপক্ষে ম্যাচে ৫৮তম মিনিটে বদলি হিসেবে নামলেও মাত্র ৩০ মিনিট পরেই মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। আল হিলাল অবশ্য ৩-০ গোলে জয় পেয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচে, যেখানে সার্বিয়ান তারকা আলেক্সান্দার মিত্রোভিচ করেন হ্যাটট্রিক।

ম্যাচের ফলের চেয়েও বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে নেইমারের ইনজুরি। ডান পায়ের পেছনে আঘাত পেয়ে যন্ত্রণায় মাঠে শুয়ে পড়েন তিনি, ফলে আল হিলালের কোচ তাকে তুলে নিতে বাধ্য হন। মাঠে ফেরার পর মাত্র ৪২ মিনিট খেলেই আবারও ইনজুরিতে পড়লেন এই ব্রাজিলিয়ান তারকা।

প্রাথমিকভাবে জানা গেছে, উরুর পেশিতে আঘাত পেয়েছেন নেইমার। ইনজুরির গুরুত্ব এখনও পরিষ্কার নয়, তাই মাঠে ফিরতে কতদিন সময় লাগবে সেটিও নিশ্চিত নয়। তবে সাধারণত এমন চোটে তিন থেকে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হয়।

নেইমার নিজে অবশ্য তার ভক্তদের আশ্বস্ত করেছেন। ম্যাচ শেষে ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, “আশা করি এটি গুরুতর কিছু নয়… দীর্ঘ বিরতির পর মাঠে নামলে এমন ইনজুরি হতেই পারে। চিকিৎসক আগেই সতর্ক করেছিলেন, তাই আমাকে সতর্ক থাকতে হবে এবং ধীরে ধীরে আরও বেশি সময় খেলতে হবে।”

যেহেতু নেইমার সৌদি প্রো লিগের স্কোয়াডে নেই, তাই পরবর্তী দুই ম্যাচে এমনিতেই খেলতে পারতেন না। তবে তিনি নিজেই জানিয়েছেন, গুরুতর কোনো ইনজুরিতে পড়েননি। ফলে ২৬ নভেম্বর এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল সাদের বিপক্ষে ম্যাচে তার মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে।

  • usharbani
  • ঊষারবাণী
  • নেইমার
  •