শিরোনাম

৩৬৯ দিন পর মাঠে ফিরলেন নেইমার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে

এক বছরের দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। এত দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হয়তো নেইমারকে আর কখনোই হয়নি। এসিএল এবং হাঁটুর চোটে আক্রান্ত হয়ে নেইমার ছিলেন মাঠের বাইরে ঠিক এক বছর চার দিন। ভক্তদের মতোই নেইমার নিজেও ছিলেন এই অপেক্ষায়। কবে ফিরবেন তিনি, এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে জর্জ হেসুসসহ ব্রাজিলিয়ান কোচদের বহুবার।

অবশেষে সোমবার রাতে এএফসি চ্যাম্পিয়নস লিগে আল আইনের বিপক্ষে মাঠে নামেন নেইমার। যদিও তিনি গোল বা অ্যাসিস্ট করতে পারেননি, তবে তার দল দুর্দান্ত একটি জয় পেয়েছে। নেইমারের মাঠে ফেরার দিন গ্যালারিতে উপস্থিত ছিলেন তার প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দি এবং তার পরিবারের আরও দুই সদস্য। প্রিয়জন এবং ভক্তরা তাকে মাঠে ফিরে দেখে স্বস্তি প্রকাশ করেছেন।

গত বছরের ১৮ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে খেলতে গিয়ে বাঁ হাঁটুতে গুরুতর চোট পান নেইমার। এই চোটের ফলে তার এসিএল ছাড়াও হাঁটুর মিনিসকাসেও আঘাত লাগে। এরপর তিনি অস্ত্রোপচার করান এবং দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়। এর ফলে তাকে প্রায় এক বছর মাঠের বাইরে থাকতে হয়। অবশেষে ৩৬৯ দিন পর নেইমার মাঠে ফেরেন, আল আইনের বিপক্ষে আল হিলালের ৫-৪ গোলের জয়ের ম্যাচে।

ম্যাচের এক পর্যায়ে বেঞ্চ থেকে মাঠে নামার পর নেইমার গোলের সুযোগ তৈরি করেছিলেন। আলেক্সান্দার মিত্রোভিচের সঙ্গে পাস বিনিময় করে বক্স থেকে শট নিলেও গোলরক্ষকের কারণে গোল হয়নি। ম্যাচের শেষের যোগ করা সময়েও একটি গোলের সুযোগ আসে, তবে সেটিও কাজে লাগাতে ব্যর্থ হন। যদিও গোল পাননি, কিন্তু তার মাঠে ফেরাটাই ভক্তদের জন্য সবচেয়ে বড় স্বস্তির বিষয়।

মাঠে ফেরার অপেক্ষায় থাকা নেইমারও এই দিনটির জন্য দিন গুনছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ম্যাচের আগে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘এই অনুভূতিটা আবার ফিরে পাওয়াটা অসাধারণ…ম্যাচের আগে স্নায়ুচাপে ভোগাটা বেশ উপভোগ্য…আশা করি স্বাস্থ্যকরভাবে ফিরতে পারব।’

৯ গোলের রোমাঞ্চকর ম্যাচে আল হিলালের হয়ে সালেম আল-দাসারি হ্যাটট্রিক করেন, আর আল আইনের হয়ে সুফিয়ান রাহিমি হ্যাটট্রিক করেন। তবে দুই হ্যাটট্রিকের ম্যাচে শেষ পর্যন্ত জয় পায় নেইমারের দল আল হিলাল।

গত বছরের আগস্টে সৌদি ক্লাব আল হিলালে যোগ দিয়েছিলেন নেইমার। হাঁটুর চোটে পড়ার আগে তিনি ক্লাবটির হয়ে মাত্র ৫টি ম্যাচ খেলেন। তবে সৌদি প্রো লিগে এখনো তাকে নিবন্ধিত করতে পারেনি আল হিলাল। জানুয়ারির আগে তার নিবন্ধনের সুযোগ না থাকায় আপাতত তাকে সৌদি প্রো লিগের ম্যাচে দেখা যাবে না।

  • usharbani
  • ঊষারবাণী
  • নেইমার
  •