শিরোনাম

শীতে তিন মন্ত্রণালয়ে এসি ব্যবহার না করার নির্দেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে আগামী চার মাস সরকার তিনটি মন্ত্রণালয়ে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ব্যবহারে সীমিত রাখার নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

সোমবার (২৮ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন শীত মৌসুমে নভেম্বর থেকে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, এবং রেলপথ মন্ত্রণালয়সহ তাদের অধীনস্থ প্রতিষ্ঠান ও সংস্থাগুলোতে এসি ব্যবহার যথাসম্ভব এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়েছে, এই উদ্যোগের ফলে সেচ কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ, সার উৎপাদন এবং শিল্পকারখানাগুলোর জন্য গ্যাস সরবরাহ বাড়ানো সম্ভব হবে।

এর আগে, সরকার বিদ্যুৎ ব্যবহার ২৫ শতাংশ কমানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সব মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছিল বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

  • usharbani
  • ঊষারবাণী
  • এসি
  •