শিরোনাম

অস্ট্রেলিয়াকে উড়িয়ে পাকিস্তানের সিরিজ জয়

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে
অস্ট্রেলিয়াকে উড়িয়ে পাকিস্তানের সিরিজ জয়

সাদা বলের অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়েই মোহাম্মদ রিজওয়ান প্রথম সিরিজে সফলতা পেয়েছেন। তার নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাটিতে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয় তুলে নিয়েছে পাকিস্তান। শেষ দুই ম্যাচে অসাধারণ খেলায় অস্ট্রেলিয়াকে সহজেই হারিয়ে সিরিজ জিতে নেয় তারা।

অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজে পাকিস্তানের এ জয়টি এসেছে দীর্ঘ ২২ বছর পর। সর্বশেষ ২০০২ সালের জুনে অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছিল পাকিস্তান। এবার রিজওয়ান দায়িত্ব নিয়েই দলকে ঐতিহাসিক এই জয় এনে দিয়েছেন।

প্রথম ম্যাচে পরাজিত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। এরপর তৃতীয় ম্যাচে আরও দৃঢ় পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে ১৪০ রানে অলআউট করে দেয়। শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহের দুর্দান্ত বোলিংয়ের কারণে অস্ট্রেলিয়া মাত্র ৩১.৫ ওভারে গুটিয়ে যায়।

১৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান মাত্র ২ উইকেট হারিয়ে ২৬.৫ ওভারে লক্ষ্যে পৌঁছে যায়। ওপেনার সাইম আইয়ুব ৪২ রান, আব্দুল্লাহ শফিক ৩৭ রান করেন। বাবর আজম অপরাজিত থাকেন ২৮ রানে এবং অধিনায়ক রিজওয়ান ৩০ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন।

এর আগে দ্বিতীয় ম্যাচে সহজ জয় তুলে নিয়ে সিরিজে সমতা আনে পাকিস্তান। তবে অস্ট্রেলিয়া এই ম্যাচে পূর্ণ শক্তির দল খেলায়নি। ভারতের বিপক্ষে আসন্ন বর্ডার-গাভাস্কার ট্রফির জন্য প্রস্তুতির কারণে অজিরা একাদশে পাঁচটি পরিবর্তন আনে এবং সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দেয়।

তবে এই ম্যাচেও অস্ট্রেলিয়া শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায়। দলীয় ২০ রানে প্রথম উইকেটের পতনের পর শত রানের আগে ৬ উইকেট হারিয়ে বসে। শেষ পর্যন্ত ৩১.৫ ওভারে মাত্র ১৪০ রানে অলআউট হয়ে যায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন শন অ্যাবট।

পাকিস্তানের হয়ে শাহিন আফ্রিদি ও নাসিম শাহ ৩টি করে উইকেট নেন, হারিস রউফ নেন ২ উইকেট এবং মোহাম্মদ হাসনাইন পান ১টি উইকেট।

  • usharbani
  • অস্ট্রেলিয়া
  • ঊষারবাণী
  • পাকিস্তান
  •