শিরোনাম

রাষ্ট্রপতির নিজ থেকে পদত্যাগ করা উচিত : জয়নুল আবেদীন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে অসত্য মন্তব্য করায় রাষ্ট্রপতির নিজ থেকে পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

আজ সোমবার সুপ্রিম কোর্টে শেখ হাসিনার পদত্যাগ বিষয়ক সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

জয়নুল আবেদীন বলেন, “যিনি প্রধানমন্ত্রী থেকে পদত্যাগপত্র নিয়ে এসেছেন, সেই সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান এখনও জানাননি যে তার কাছে কোনো পদত্যাগপত্র জমা দেওয়া হয়েছে। শেখ হাসিনার পদত্যাগের ব্যাপারে দেশের জনগণের মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নেই।”

তিনি আরও বলেন, শেখ হাসিনার পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতি ৫ আগস্ট যে বক্তৃতা করেছেন, সেখানে তিনি যা বলেছিলেন, এখন যদি তার সঙ্গে ভিন্ন কিছু বলেন, তাহলে তার নিজ থেকে পদত্যাগ করা উচিত।

উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন हालেই মন্তব্য করেছেন যে, শেখ হাসিনার পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ বা নথিপত্র নেই। তার এই বক্তব্যের পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। সম্প্রতি তিনি মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে এ কথা বলেন।

  • usharbani
  • ঊষারবাণী
  • জয়নুল আবেদীন
  •