শিরোনাম

বাংলাদেশকে রান বন্যায় ভাসিয়ে ইনিংস ঘোষণা প্রোটিয়াদের

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ সপ্তাহ আগে
ছবি: চট্টগ্রাম টেস্ট

চট্টগ্রামে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করেছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিনের শেষ সেশনে এসে ৫৭৭ রানে ইনিংস ডিক্লেয়ার করেন কিউই অধিনায়ক এইডেন মার্করাম। দলের হয়ে তিনটি শতক হাঁকিয়েছেন টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস ও উইন মুল্ডার, যেখানে সর্বোচ্চ ১৭৭ রান আসে জর্জির ব্যাট থেকে। চট্টগ্রামে নিজেদের দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙার খুব কাছাকাছি পৌঁছে, মাত্র ১৯ রান দূরে থেকে ব্যাটিং থামে দক্ষিণ আফ্রিকা। এর আগে ২০০৮ সালে এই মাঠে তারা এক ইনিংসে ৫৮৩ রান সংগ্রহ করেছিল।

টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় প্রোটিয়ারা। আগের দিনে ২ উইকেট হারিয়ে ৩০৭ রান সংগ্রহের পর জর্জি ও ডেভিড বেডিংহাম ইনিংস শুরু করেন। দ্বিতীয় দিনে কিউদের ইনিংসের প্রথম ৩ উইকেট তুলে নেন স্পিনার তাইজুল ইসলাম। এদিন বেডিংহাম অর্ধশতক হাঁকান।

৪১৩ রানে ৫ উইকেট নিয়ে লাঞ্চে যায় সফরকারীরা। লাঞ্চের পরও রিকেল্টন ও মুল্ডার আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান। কিউদের ইনিংসের শেষ উইকেটটি তুলে নেন নাহিদ রানা।

শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ৫৭৭ রানে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা।

  • usharbani
  • ঊষারবাণী
  • টেস্ট
  • দক্ষিণ আফ্রিকা
  • বাংলাদেশ
  •