শিরোনাম

পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক হচ্ছেন রিজওয়ান

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে মোহাম্মদ রিজওয়ানকে নিয়োগ দেয়া হতে পারে। সবকিছু ঠিক থাকলে আগামী দুই দিনের মধ্যেই এই ঘোষণা আসতে পারে।

২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাবর আজম পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নেতৃত্বে ছিলেন এবং এখনও অধিনায়ক আছেন। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাবর আজমের পরিবর্তে মোহাম্মদ রিজওয়ানকে অধিনায়কত্ব দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, উইকেটকিপার ব্যাটসম্যান রিজওয়ান এবং পিসিবির মধ্যে সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব নিয়ে আলোচনা প্রায় চূড়ান্ত হয়েছে, এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি।

সূত্রে আরও জানা যায়, রিজওয়ান প্রথমে অধিনায়ক হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন, কারণ তিনি একাদশ চূড়ান্ত করার দায়িত্ব নিজ হাতে নিতে চেয়েছিলেন, যা পিসিবি প্রত্যাখ্যান করে। এরপর পিসিবি সালমান আলী আগাকে অধিনায়ক হিসেবে নিয়োগ দেয়ার বিষয়টি বিবেচনা শুরু করে।

তবে নতুন নির্বাচক কমিটি আসার পর, রিজওয়ান জাতীয় দলের নেতৃত্ব গ্রহণে রাজি হন। আগামী এক-দুই দিনের মধ্যেই সাদা বলের ক্রিকেটের অধিনায়ক ও স্কোয়াড ঘোষণা করা হতে পারে।

  • usharbani
  • ঊষারবাণী
  • পাকিস্তান
  •