লটারি পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া বাতিলের দাবিতে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা রাজধানীর মিরপুর সড়কে বিক্ষোভ করেছেন।
তাদের দাবি, বর্তমানে চালু থাকা লটারি পদ্ধতি বাতিল করে ভর্তি পরীক্ষা পদ্ধতি চালু করতে হবে। শিক্ষার্থীরা জানান, লটারি পদ্ধতির কারণে তারা বৈষম্যের শিকার হন, তাই তারা এই পদ্ধতি বাতিলের দাবি জানাচ্ছেন। রাস্তা অবরোধের কারণে ওই এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।
ঢাকা ও দেশের অন্যান্য সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আগামী বছরের ভর্তি প্রক্রিয়া কেন্দ্রীয়ভাবে ডিজিটাল লটারি পদ্ধতির মাধ্যমে পরিচালিত হবে।
মোহাম্মদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান জানিয়েছেন, বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করার জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে।
বেলা ১১টা ১০ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সড়ক অবরোধ অব্যাহত ছিল। এর আগে শিক্ষার্থীরা তাদের দাবির সমর্থনে অনলাইনে প্রচার চালিয়ে নির্ধারিত সময় অনুযায়ী সড়ক অবরোধ করেন।