ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারে ৯০০ গোলের মাইলফলক ছোঁয়া এখন কেবল সময়ের ব্যাপার। তবে এই পর্তুগিজ তারকা এখন তার গোলসংখ্যা চার অঙ্কে নিয়ে যাওয়ার আশায় রয়েছেন।
কিছুদিন আগে রোনালদো তার ইউটিউব চ্যানেল চালু করেছেন। সেখানেই এক পডকাস্ট এপিসোডে সাবেক সতীর্থ রিও ফার্ডিনান্ডের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন। বুধবার (২৮ আগস্ট) সেই আড্ডার ভিডিও প্রকাশিত হয়। আল নাসরের এই তারকা আড্ডায় বলেন, “নিজের মানদণ্ড আরও উঁচুতে নিতে চাই। শিগগিরই আমার ৯০০ গোল হবে, এরপর ১ হাজার গোলও করে ফেলব।”
ফার্ডিনান্ড তখন অবাক হয়ে জিজ্ঞেস করেন, “তুমি ১ হাজার গোলের লক্ষ্য রেখেছ?” রোনালদো উত্তর দেন, “হ্যাঁ, আমি ১ হাজার গোল করতে চাই। যদি চোট না পাই, এটাই আমার সবচেয়ে বড় লক্ষ্য। প্রথমে ৯০০ গোল করতে চাই, এরপর আমার চ্যালেঞ্জ ১ হাজার গোল করা।”
রোনালদো আরও বলেন, “আমি যতগুলো গোল করেছি, সবগুলোর ভিডিও প্রমাণ আমার কাছে আছে। কেউ যদি প্রমাণ চায়, আমি দেখাতে পারব। তবে এ কথা বলার পরই আমরা দুজনেই হাসিতে ফেটে পড়েছিলাম।”
এরপর রিও ফার্ডিনান্ড জানতে চান, “তুমি কি পেলে, ইউসেবিও কিংবা স্টেফানোদের কথা বলছ?” রোনালদো উত্তরে বলেন, “এরা সবাই বড় খেলোয়াড় ও কিংবদন্তি। তাদের প্রতি আমার পুরো সম্মান আছে। কিন্তু আমার গোলগুলো সব ভিডিওতে সংরক্ষিত আছে, এবং প্রয়োজনে আমি প্রমাণ দেখাতে পারব।”
শেষে রোনালদো বলেন, “যেদিন মনে হবে আর কিছু করতে পারছি না, সেদিন আমি খেলা ছেড়ে দেব। তবে সেই দিনটা এখনও অনেক দূরে।”
উল্লেখ্য, আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের মালিক রোনালদো। ক্লাব ও জাতীয় দলের হয়ে অসংখ্য শিরোপা জয়ের পাশাপাশি তিনি অনেক ব্যক্তিগত মাইলফলকও অর্জন করেছেন।