শিরোনাম

আইনে রূপ নিলো রাশিয়া-উত্তর কোরিয়া প্রতিরক্ষা চুক্তি 

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

উত্তর কোরিয়ার সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা সহায়তা সংক্রান্ত একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি আইন হিসেবে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। রুশ সরকারি ওয়েবসাইটে প্রকাশিত একটি ডিক্রিতে এই তথ্য জানানো হয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

খবরে বলা হয়েছে, গত জুনে পিয়ংইয়ংয়ে এক শীর্ষ সম্মেলনে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী, এক দেশ সশস্ত্র হামলার শিকার হলে অন্য দেশ তাকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে।

ইউক্রেন-রাশিয়া সংঘাতের পটভূমিতে এই চুক্তির ফলে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রকৃতপক্ষে, দুই নেতা উপলব্ধি করেছেন যে তারা পরস্পরের প্রয়োজনীয়। পুতিনের জন্য যুদ্ধ চালিয়ে যেতে গোলাবারুদ দরকার, আর নিষেধাজ্ঞার কবলে থাকা উত্তর কোরিয়ার প্রয়োজন অর্থ।

চুক্তিটি গত মাসে রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ এবং পরে উচ্চকক্ষের অনুমোদন পায়। এরপর প্রেসিডেন্ট পুতিন এই বিষয়ে একটি ডিক্রি স্বাক্ষর করেন।

  • usharbani
  • উত্তর কোরিয়া
  • ঊষারবাণী
  • রাশিয়া
  •