শিরোনাম

রাবাদার জোড়া আঘাতে সাজঘরে সাদমান-মুমিনুল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ মাস আগে

২০২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশ ৪ রানে দুই উইকেট হারিয়েছে। সাদমান (১) ফিরে যাওয়ার মাত্র ৩ বল পর মুমিনুল (০) আউট হন কাগিসো রাবাদার বলে।

৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১০ রান। ক্রিজে আছেন মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্ত।

দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে ১৪০ রান নিয়ে দিন শুরু করেছিল। বাংলাদেশ চেয়েছিল দ্রুত প্রোটিয়াদের অলআউট করতে, কিন্তু সপ্তম উইকেটে ভেরেইনা ও মুল্ডার গড়েন একটি রেকর্ড জুটি (১১৯ রান) এবং দ্রুত তাদের লিড বাড়িয়ে নেয়। এরপর পিটের সঙ্গে ৬৬ রানের জুটি গড়েন ভেরেইনা, যিনি শেষে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন। দক্ষিণ আফ্রিকা ৩০৮ রানে অলআউট হয়ে ২০২ রানের লিড নিয়ে মাঠ ছাড়ে।

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুটা বাংলাদেশের জন্য সুবিধাজনক হয়নি। লাঞ্চের আগে পরপর দুই বলে মুল্ডার ও মহারাজকে ফেরালেও, এরপর ভেরেইনা ও মুল্ডারের জুটি বাংলাদেশকে চাপে রাখে। ২২৭ রানে মুল্ডার ও মহারাজকে ফেরান হাসান মাহমুদ। মুল্ডারের সঙ্গে ভেরেইনার ১১৯ রানের জুটি ম্যাচের পরিস্থিতি বদলে দেয়। পিট ৩২ রান করেন ৮৭ বলে, যার মধ্যে ২টি চার ছিল।

এই দুই জুটির ফলে বাংলাদেশ অনেক পিছিয়ে পড়ে। ভেরেইনা ৮৪ রান খেলে ১৪৪ বলে ১১৪ রান করেন, যেখানে ৮টি চার ও ২টি ছক্কা ছিল। ৮৮.৪ ওভারে দক্ষিণ আফ্রিকা ৩০৮ রানে অলআউট হয়। বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম ৫ উইকেট নেন, হাসান মাহমুদ ৩ এবং মেহেদী হাসান মিরাজ ২ উইকেট শিকার করেন।