শিরোনাম

আবারও ৫ দিনের রিমান্ডে সালমান-আনিসুল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে

রাজধানীর বাড্ডায় ফুজি টাওয়ারের সামনে সুমন সিকদার নামে এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় মামলায় সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের চতুর্থ দফায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালত এই রিমান্ডের আদেশ দেন। রিমান্ড শেষে পুলিশ তাদের আদালতে হাজির করে প্রত্যেকের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করলেও, আদালত তাদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সরকারের পতনের পর সাবেক মন্ত্রী-এমপিসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা আত্মগোপনে চলে যান। পরে ১৩ আগস্ট নৌপথে পালানোর সময় সালমান এফ রহমান ও আনিসুল হককে কোস্টগার্ড গ্রেপ্তার করে, এরপর তাদের পুলিশ ও ডিবির কাছে সোপর্দ করা হয়।

  • usharbani
  • ঊষারবাণী
  •   local-nogod-300-x-250