শিরোনাম

উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে, সন্ধ্যায় শপথ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে
উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে, সন্ধ্যায় শপথ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে সদস্য সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে, যেখানে নতুন করে ৫ থেকে ৭ জন যুক্ত হতে পারেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় এ নতুন সদস্যরা শপথ নেবেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে তিন মাস পার করেছে। বর্তমানে ২১ সদস্যের উপদেষ্টা পরিষদের অনেকেই একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন।

এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক নেতা অভিযোগ করেছেন যে, একই ব্যক্তি একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকায় সরকারী কার্যক্রমে দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে। এ জন্য উপদেষ্টা পরিষদে নতুন সদস্য যুক্ত করার দাবিও উঠেছে।

সূত্রের বরাত দিয়ে জানা গেছে, নতুন সদস্য যুক্ত করার পাশাপাশি কয়েকটি মন্ত্রণালয়ে দায়িত্ব পরিবর্তনের পরিকল্পনা চলছে। সম্ভাব্য নতুন উপদেষ্টা হিসেবে আলোচনায় আছেন: সাবেক সচিব ও আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাবেক আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী, ড. মঞ্জুরুল ইসলাম, এবং মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে একজন বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়োগ দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।