শিরোনাম

জাতীয় চক্ষু হাসপাতালে কর্মবিরতি: ভোগান্তিতে সাধারণ মানুষ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

সরকারের নতুন একটি আইন পাস হওয়ার পরিপ্রেক্ষিতে জাতীয় চক্ষু হাসপাতালের কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। এর ফলে শত শত রোগী সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চিকিৎসা না পেয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। চোখের চিকিৎসা অত্যন্ত জরুরি ও স্পর্শকাতর বিষয় হওয়ায় এ ধরনের কর্মবিরতি শুধু অনৈতিক নয়, মানবতাবিরোধীও।

যে বা যারা ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষের সেবা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাদের অবশ্যই আইনের আওতায় এনে জবাবদিহির মুখোমুখি করা উচিত। কোনো ব্যক্তি বা গোষ্ঠীই আইনের ঊর্ধ্বে নয়, বিশেষ করে যখন তা জনস্বার্থের বিরুদ্ধে যায়।

মানবিকতা ও দায়িত্ববোধ আমাদের সবার আগে আসা উচিত — বিশেষত স্বাস্থ্য খাতে কর্মরতদের ক্ষেত্রে। এ ধরনের অমানবিক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ হওয়া উচিত এবং হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ নিতে হবে

No tags found for this post.