শিরোনাম

তাইজুলের ডাবল সেঞ্চুরি, দিশাহারা প্রোটিয়ারা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে

মিরপুর টেস্টে ২০০ উইকেটের মাইলফলকের সামনে দাঁড়িয়ে মাঠে নেমেছিলেন তাইজুল ইসলাম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে সেই মাইলফলক স্পর্শ করেন এই স্পিনার। সাকিব আল হাসানের পর বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে ২০০ উইকেটের রেকর্ড গড়লেন তাইজুল ইসলাম।

তাইজুলের স্পিনের মোকাবেলায় প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে প্রোটিয়ারা রীতিমতো বিপাকে পড়েছে। এই ইনিংসে তারা দলীয় শত রানের আগেই পঞ্চম উইকেট হারিয়েছে, যেখানে তাইজুল একাই ৪ উইকেট তুলে নেন।

বাংলাদেশকে ১০৬ রানে অলআউট করে দক্ষিণ আফ্রিকা ২ উইকেটে ৬৫ রান নিয়ে দ্বিতীয় সেশন শেষ করেছে। চা বিরতির পর বাংলাদেশকে সাফল্য এনে দেন তাইজুল। তিনি স্টাবসের পর বেডিংহ্যামকে ফিরিয়ে দিয়ে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এতে প্রোটিয়ারা ৭২ রানে তিন উইকেট হারায়। এরপর দলীয় শত রানের আগেই আরও দুই ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান তাইজুল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রোটিয়াদের সংগ্রহ ৫ উইকেটে ১০৬ রান। প্রোটিয়াদের উইকেট সংখ্যা আরও বাড়তে পারত, যদি না মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম দুটি সহজ ক্যাচ মিস করতেন।

এর আগে, মিরপুরের পরিচিত কন্ডিশনে ব্যাটিংয়ে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমে ব্যাট করতে গিয়ে বাংলাদেশের ইনিংস থেমেছে ১০৬ রানে। দলের সর্বোচ্চ ৩০ রান করেছেন মাহমুদুল হাসান জয়। বাকিদের ব্যর্থতার কারণে বাংলাদেশ দুই সেশনও খেলতে পারেনি, এবং ইনিংস দ্রুত শেষ হয়ে যায়। প্রথম ইনিংসে বাংলাদেশ মোট ৪০ ওভার ব্যাট করেছে।

  • usharbani
  • ঊষারবাণী
  • তাইজুল ইসলাম
  • বাংলাদেশ ক্রিকেট
  •