শিরোনাম

বিপিএলের আগেই মাঠে ফিরছেন তামিম ইকবাল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ সপ্তাহ আগে
ছবি : তামিম ইকবাল

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) লংগার ভার্সন চলমান থাকলেও ১১ ডিসেম্বর থেকে শুরু হবে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট, যা চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। এই নতুন ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতার মাধ্যমে মাঠে ফিরছেন ওপেনার তামিম ইকবাল।

তামিমের এই টুর্নামেন্টে খেলার ইচ্ছার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হান্নান সরকার। বুধবার (১৩ নভেম্বর) তিনি গণমাধ্যমকে জানান, ‘তামিমকে অবশ্যই ফিটনেস টেস্টের মাধ্যমে নির্বাচনের মানদণ্ড পূরণ করতে হবে। তামিমের খেলার ইচ্ছা রয়েছে, তবে সিদ্ধান্তে বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের মতামতও গুরুত্বপূর্ণ।’

হান্নান সরকার আরও বলেন, ‘তামিম খেলতে আগ্রহ প্রকাশ করেছে, এটি মোটামুটি নিশ্চিত। তবে সে কয়টি ম্যাচ খেলবে বা কিভাবে খেলবে, এ বিষয়ে এখনও আলোচনা চলছে।’

এনসিএল টি-টোয়েন্টির গ্রুপ পর্বের ম্যাচগুলো সিলেটে অনুষ্ঠিত হবে, এবং ফাইনাল অনুষ্ঠিত হতে পারে মিরপুরের হোম অব ক্রিকেটে।

এই টুর্নামেন্ট শেষে কিছুদিনের মধ্যেই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর। বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের হয়ে এবারও বিপিএলে অংশ নেবেন তামিম। বিপিএলের প্রস্তুতির অংশ হিসেবে এনসিএল টি-টোয়েন্টি তামিমের জন্য উপকারী হবে বলে ধারণা করা হচ্ছে।

  • usharbani
  • ঊষারবাণী
  • তামিম ইকবাল
  •