শিরোনাম

যে কারণে ফেসবুকজুড়ে ‘উই আর নাহিদ’ হ্যাশট্যাগ 

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক তরুণ সমন্বয়ক এবং অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম সম্পর্কে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেছেন তার সহযোদ্ধা এবং সমর্থকরা। তারা ফেসবুকে #WeAreNahid হ্যাশট্যাগ ব্যবহার করে নাহিদ ইসলামের প্রতি সমর্থন জানাচ্ছেন।

সম্প্রতি, ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি (এনআইবি)-এর মহাপরিচালক পদে নিয়োগপত্রে নাহিদ ইসলামের সুপারিশসহ সই করা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। নাহিদ ইসলাম এই ছবিটি নিয়ে মন্তব্য করেছেন, তিনি দাবি করেছেন যে ১৫ অক্টোবরের নিয়োগ ২২ অক্টোবরেই বাতিল করা হয়েছিল, তবে কিছু মহল এখনও বিষয়টি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, তাঁর সুপারিশে যিনি নিয়োগ পেয়েছিলেন, তাকে পরে রাজনৈতিক কারণে নিয়োগ বাতিল করা হয়েছে। নাহিদ ইসলাম এই প্রসঙ্গে জানান, তাঁর বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছে, তারা মূলত আওয়ামী বিরোধী গ্রুপ যারা আন্দোলন করছে তাদের পক্ষ থেকে এই প্রচার চালাচ্ছে।

এছাড়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীর হাতে হস্তান্তরের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তারা ‘সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার’ স্লোগান দিচ্ছেন। তবে আন্দোলনকারীরা জানিয়েছেন, এই স্লোগান মূলত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে লক্ষ্য করে ছিল, নাহিদ ইসলামের প্রতি নয়।

এ ঘটনায় তার সহযোদ্ধা এবং সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় #WeAreNahid হ্যাশট্যাগ ব্যবহার করে নাহিদ ইসলামের পক্ষে নানা পোস্ট করছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক নেতা ও নেটিজেনরা নাহিদ ইসলামের পাশে দাঁড়ানোর জন্য পোস্ট করেছেন।

হাসনাত আব্দুল্লাহ, সারজিম আলম, রিফাত রশিদ, মো. আবু বাকের মজুমদার এবং আবদুল কাদেরসহ অন্যান্য নেতারা ফেসবুকে নাহিদ ইসলামের সমর্থনে পোস্ট করেছেন। হাসনাত আব্দুল্লাহ তাঁর পোস্টে বলেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যারা রাজপথে আছেন, তারা একসাথে আন্দোলন করে ক্ষমতাসীন সরকারের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই করছেন।

অন্যদিকে, সারজিম আলম তাঁর পোস্টে বলেন, আন্দোলনের সহযোদ্ধাদের মধ্যে বিভিন্ন মতপার্থক্য থাকতে পারে, তবে ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম একত্রে চালিয়ে যেতে হবে।

আশরেফা খাতুন নামে এক ছাত্র আন্দোলনের অ্যাক্টিভিস্ট তাঁর পোস্টে বলেন, “বড় ভাই নাহিদ ইসলামকে আমি পুরোপুরি ভরসা করি। তার ভুলত্রুটি থাকলেও তাকে সমালোচনা করব, কিন্তু ষড়যন্ত্রের সুযোগ কাউকে দেব না।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সভাপতি মো. আবু সাদিক কায়েমও নাহিদ ইসলামের পক্ষে স্ট্যাটাস দিয়েছেন। তিনি জানান, গত জুলাইয়ে আন্দোলনরত নেতাদের ফ্যাসিস্ট সরকারের প্রথম টার্গেটের মধ্যে ছিলেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। তারা রাজপথে লড়াই চালিয়ে দেশবাসীর কাছে মুক্তির বার্তা নিয়ে এসেছেন।

এই পরিস্থিতিতে, নাহিদ ইসলাম এবং তার সহযোদ্ধারা মনে করেন যে, তারা যতটা লড়াই করেছেন, আগামীতে আরও শক্তিশালী হয়ে তা চালিয়ে যাবেন। তাদের কথায়, জনগণের প্রতি তাদের দায়বদ্ধতা ও ন্যায় প্রতিষ্ঠার অঙ্গীকার তাদের চলমান সংগ্রামের মূল শক্তি।

  • usharbani
  • ঊষারবাণী
  • নাহিদ
  •