শিরোনাম

কর্মসংস্থান অধিদপ্তর গঠনের কথা ভাবছি: আসিফ মাহমুদ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ মাস আগে

যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কেবল নামেই আছে, কিন্তু প্রকৃতপক্ষে কোনো কর্মসংস্থান তৈরি করতে পারেনি। এত বছরেও এ মন্ত্রণালয় থেকে কোনো কর্মসংস্থান সৃষ্টি করা হয়নি। দেশের মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে একটি কর্মসংস্থান অধিদপ্তর গঠনের কথা ভাবা হচ্ছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাজধানীর সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, কর্মসংস্থান নিয়ে কাজ করার মতো কোনো অধিদপ্তর নেই। এমনকি কোনো কাঠামোও নেই যেখানে কর্মসংস্থান নিয়ে কাজ করা সম্ভব। এ কারণেই আমরা একটি কর্মসংস্থান অধিদপ্তর গঠনের পরিকল্পনা করছি।

তিনি আরও বলেন, বর্তমান বিশ্ব বাস্তবতার প্রেক্ষাপটে কী ধরনের কর্মসংস্থানের দিকে আমরা এগোব, এবং কীভাবে বাংলাদেশের তরুণদের আমরা সঠিক পথে পরিচালনা করতে পারি, সে সম্পর্কে একটি আউটলাইন তৈরির প্রস্তুতি চলছে। একটি অধিদপ্তর তৈরি করতে দীর্ঘ সময় প্রয়োজন হলেও, আমরা ইতোমধ্যে এই কাজ শুরু করেছি।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিএসআরএফ-এর সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসউদুল হক।