আজ জেলহত্যা দিবস। ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা জাতীয় চার নেতা—সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী এবং এএইচএম কামারুজ্জামান।
এই জাতীয় চার নেতার রাজনৈতিক জীবন ছিল দেশ ও জনগণের সেবায় নিবেদিত। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশের গঠনেও তারা পালন করেছেন নির্ভীক নেতৃত্বের ভূমিকা। তাদের এই ত্যাগ ও সাফল্যের পরও তারা নির্মম হত্যাকাণ্ডের শিকার হন।
চার নেতার সন্তানরা হারিয়েছেন তাদের প্রিয় পিতাকে, আর দেশ হারিয়েছে তার গর্বিত সন্তানদের। যদিও আত্মস্বীকৃত খুনিদের বিচারের আওতায় আনা সম্ভব হয়েছে, তবু এখনও সবার শাস্তি কার্যকর হয়নি। ন্যায়বিচারের প্রতীক্ষা যেন ক্রমেই দীর্ঘায়িত হচ্ছে।