শিরোনাম

অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে

অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার (১৫ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে এ আশ্বাস দিয়েছেন বাংলাদেশ সফররত মার্কিন প্রতিনিধি দল।

প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় ঘণ্টাব্যাপী বৈঠকে রাজনীতি, অর্থনীতি ও পরিবেশ সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা হয়। সকাল ১০টা ৫৫ মিনিটে প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করে এবং দুপুর ১২টার দিকে বৈঠক শেষে তারা যমুনা ত্যাগ করে।

বৈঠকের পর, প্রতিনিধি দলটি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সাথে মধ্যাহ্নভোজে অংশ নেবে। বিকেলে তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথেও বৈঠক করবে।

এর আগে, রোববার সকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের সাথে সাক্ষাৎ করেন মার্কিন প্রতিনিধি দল।

ছয় সদস্যের প্রতিনিধি দলে যুক্তরাষ্ট্রের অর্থ দফতরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান এবং দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু উপস্থিত ছিলেন। ব্রেন্ট নেইম্যান ছাড়া বাকি প্রতিনিধি দলটি রোববারই ঢাকা ত্যাগ করবে।

  • usharbani
  • ঊষারবাণী
  • যুক্তরাষ্ট্র
  •