মুম্বাই টেস্টে ২৫ রানের জয় তুলে নিয়ে ভারতকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে নিউজিল্যান্ড। এজাজ প্যাটেল ও গ্লেন ফিলিপসের দুর্দান্ত বোলিংয়ে ম্যাচটি জিতে ভারতকে ইতিহাসে দ্বিতীয়বারের মতো নিজেদের মাঠে ধবলধোলাইয়ের স্বাদ দিল কিউইরা।
এর আগে, ২০০০ সালে দক্ষিণ আফ্রিকা একমাত্র দল হিসেবে ভারতের মাটিতে তাদেরকে হোয়াইটওয়াশ করেছিল, তবে সেটি ছিল দুই ম্যাচের সিরিজ। এবারই প্রথমবারের মতো তিন ম্যাচের সিরিজে এই রেকর্ড গড়লো নিউজিল্যান্ড। এই সিরিজের আগে ভারতের মাটিতে নিউজিল্যান্ডের মাত্র দুটি টেস্ট জয়ের রেকর্ড ছিল, একটি ১৯৬৯ সালে নাগপুরে এবং অপরটি ১৯৯৮ সালে ওয়াংখেড়েতে।
মুম্বাই টেস্টে শেষ দিনে নিউজিল্যান্ড অলআউট হয়ে মাত্র ১৪৭ রানের লক্ষ্য দেয় স্বাগতিক ভারতকে। তবে ছোট লক্ষ্য তাড়া করতে গিয়েই চাপে পড়ে যায় ভারতীয় ব্যাটিং লাইনআপ। ১৬ রানের মধ্যেই তারা হারিয়ে ফেলে ৫টি উইকেট। ওপেনার রোহিত শর্মা (১১) দলীয় ১৩ রানে আউট হন। এরপর দ্রুত ফিরে যান শুভমান গিল (১), বিরাট কোহলি (১), যশস্বী জয়সওয়াল (৫) এবং সরফরাজ খান (১)।
ঋষভ পন্ত কিছুটা প্রতিরোধ গড়লেও তা জয়ের জন্য যথেষ্ট হয়নি। তার ৫৭ বলে করা ৬৪ রানের ইনিংসটি কেবল হারের ব্যবধান কমাতে ভূমিকা রাখে। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের এজাজ প্যাটেল ৬ উইকেট এবং গ্লেন ফিলিপস ৪২ রান দিয়ে ৩ উইকেট নেন। ম্যাট হেনরি আরও একটি উইকেট শিকার করেন।
এর আগে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের দল ২৩৫ রানে অলআউট হয়, যার জবাবে ভারত ২৮ রানের লিড নিয়ে ২৬৩ রানে থামে। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড গুটিয়ে যায় ১৭৪ রানে, ফলে ভারতের জন্য ছোট লক্ষ্য থাকলেও নিউজিল্যান্ডের বোলিং আক্রমণে তারা বিপর্যস্ত হয়ে পড়ে।