শিরোনাম

অভিযানের খবরে সাদিক অ্যাগ্রো থেকে আগেই সরিয়ে নেওয়া হয়েছে গরু

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ মাস আগে
অভিযানের খবরে সাদিক অ্যাগ্রো থেকে আগেই সরিয়ে নেওয়া হয়েছে গরু

গরুসহ অনেক প্রাণী সরিয়ে নেওয়ার পরিশ্রম চালিয়েছে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার সাদিক অ্যাগ্রো, যা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এর অভিযানের অংশ। খাল ও রাস্তার জায়গায় থাকা স্থাপনা গত রাতে থেকেই সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় আজ সকাল ১০টার দিকে গরু-ছাগলের অতিরিক্ত দৃশ্য দেখা গিয়েছে যা সাদিক অ্যাগ্রো প্রতিষ্ঠান ইতিমধ্যে সরিয়ে নিয়েছেন।

এদিকে সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখার সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অভিযান পরিচালনাকারী দল অভিযানস্থলে এসে উপস্থিত হলেও ডিএনসিসির প্রচুর পরিমাণে পরিচ্ছন্নতা কর্মী উপস্থিত থাকলেও অভিযানের নেতৃত্ব নিয়ে এখন সাদিক অ্যাগ্রোতে অভিযান পরিচালনা করা হচ্ছে। ডিএনসিসির তথ্যে জানা গেছে, আজ যে কোনো সময় মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় অভিযান চালানো হবে।

অভিযানটি ডিএনসিসির মোতাকাব্বীর আহমেদ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান পরিচালনা করবেন। রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত রামচন্দ্রপুর খাল একসময় বহুমান ধারণ করতো, কিন্তু এখন তা একটি ছোট্ট নালায় পরিণত হয়েছে দখলের কবলে।
সাদিক অ্যাগ্রোতে গিয়ে দেখা যায়, খালের এক অংশ দখল করে গড়ে উঠেছে প্রতিষ্ঠানটি। অ্যাগ্রোর পেছনের দিকের একটি ছোট্ট নালা মনে হয় খালটির কথা বলছে। অবৈধ দখলের মাধ্যমে খালটি ভরাট করা হয়েছে, যা সামান্য বৃষ্টিতে আশপাশের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি করেছে বলে স্থানীয়দের জানানো হয়েছে।

  • উত্তর সিটি কর্পোরেশন
  • ঊষারবাণী
  • বাংলাদেশ
  •   local-nogod-300-x-250