শিরোনাম

আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে
আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’

কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির ঘোষণা দিয়েছে, যা আজ (৩১ জুলাই) অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, সারা দেশে ছাত্র-জনতার বিরুদ্ধে গণহত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা, গুম ও খুনের প্রতিবাদে এবং জাতিসংঘের মাধ্যমে তদন্ত ও বিচার দাবিতে, পাশাপাশি ছাত্রসমাজের ৯ দফা দাবি পূরণের জন্য বুধবার দেশের সব আদালত, ক্যাম্পাস ও রাজপথে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালিত হবে।

মঙ্গলবার আন্দোলনরত শিক্ষার্থীরা মুখ ও চোখে লাল কাপড় বেঁধে ছবি তুলে অনলাইনে প্রচার করেন।

এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক ডিবি হেফাজতে থাকা অবস্থায় সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। তবে, আন্দোলনের অন্য অংশটি এই ঘোষণা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।

  • dailyusharbani
  • ঊষারবাণী
  • ছাত্র আন্দোলন
  •   local-nogod-300-x-250