ভারতের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কলকাতার নিউটাউনে রহস্যজনকভাবে খুন হওয়া সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের চার্জশিট বারাসাত আদালতে জমা দিয়েছে। গ্রেপ্তারের ৮৭ দিনের মাথায় শনিবার প্রায় ১২০০ পাতার এই চার্জশিট দাখিল করা হয়, যা আনন্দবাজার অনলাইনের একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।
সিআইডি সূত্রে জানা গেছে, চার্জশিটে গ্রেপ্তারকৃত ‘কসাই’ জিহাদ হাওলাদার এবং মুহম্মদ সিয়ামের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে হত্যার উদ্দেশ্য সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি। তদন্তকারীদের মতে, তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত হত্যার কারণ নির্ধারণ করা সম্ভব নয়। এছাড়াও, মূল অভিযুক্তকে এখনও জেরা করা সম্ভব হয়নি।
ভারতের আইনের বিধান অনুযায়ী, কোনও ঘটনার অভিযোগপত্র ৯০ দিনের মধ্যে দাখিল করতে হয়। আনার হত্যা মামলার অভিযোগপত্র ৮৭ দিনের মধ্যেই পেশ করা হয়েছে।
২০২৪ সালের ১২ মে গেদে সীমান্ত দিয়ে ভারত প্রবেশ করেছিলেন ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি আনোয়ারুল আজিম আনার। ১৩ মে তিনি নিখোঁজ হন। ১৮ মে তার বন্ধু গোপাল বিশ্বাস বরাহনগর থানায় নিখোঁজ ডায়েরি করলে পুলিশ তদন্ত শুরু করে। পরে সিআইডি জানায়, নিউটাউনের সঞ্জিভা গার্ডেন্স নামক একটি আবাসনে আনারকে খুন করা হয়েছে। তবে তার মরদেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। সন্দেহভাজন কিছু মাংসের খণ্ড ওই আবাসনের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, কিন্তু এখনো রিপোর্ট আসেনি।