শিরোনাম

“উত্তাল সামাজিক মাধ্যম, রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান”

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে
"উত্তাল সামাজিক মাধ্যম, রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান"

গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে থাকা ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়কের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা জোর করে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানানো হচ্ছে অনেক পক্ষ থেকে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী রাজধানীতে সতর্ক অবস্থানে রয়েছে।

সোমবার (২৯ জুলাই) মিরপুরের ইসিবি চত্বরে কিছুটা উত্তেজনা দেখা দেয়। তবে বিভিন্ন মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে রোববার (২৮ জুলাই) রাত থেকেই বিভিন্ন ধরনের পোস্ট দেখা যাচ্ছে। এসব পোস্টে অভিযোগ করা হচ্ছে যে, ডিবি হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে কর্মসূচি প্রত্যাহার করে বিবৃতি দিতে বাধ্য করা হয়েছে।
এর আগে রাতে কোটা সংস্কার আন্দোলনের নেতারা এক ভিডিও বার্তায় বলেন, সরকারের পক্ষ থেকে কোটার যৌক্তিক সংস্কার মেনে নেওয়া হয়েছে। তাই সার্বিক স্বার্থে তারা কর্মসূচি প্রত্যাহার করছেন। ভিডিও বার্তায় সহিংস ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত বিচার দাবি করেছেন আন্দোলনের সমন্বয়করা।

  • dailyusharbani
  • ঊষারবাণী
  •   local-nogod-300-x-250