শিরোনাম

এইচএসসির স্থগিত পরীক্ষা কবে শুরু জানা গেল

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

২০২৪ সালের এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষা ১১ আগস্টের পর অনুষ্ঠিত হবে

২০২৪ সালের এইচএসসি ও সমমানের স্থগিত হওয়া পরীক্ষাগুলো আগামী ১১ আগস্টের পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। তিনি গণমাধ্যমকে জানান, “স্থগিত হওয়া সব পরীক্ষা ১১ আগস্টের পর অনুষ্ঠিত হবে।”

কোটা আন্দোলনের কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় এ পর্যন্ত চার দিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ২৮ জুলাই যথারীতি সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

স্থগিত হওয়া পরীক্ষার সূচি

পরীক্ষা সূচি অনুযায়ী আগামী ১১ আগস্ট এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। তবে কোটা আন্দোলনের কারণে ১৮, ২১, ২৩, ও ২৫ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর বিষয় ছিল:

  • ১৮ জুলাই সকালে: ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয়পত্র এবং বিকালে উচ্চাঙ্গ সংগীত (তত্ত্বীয়) প্রথম পত্র, আরবি প্রথম পত্র, পালি প্রথম পত্র।
  • ২১ জুলাই সকালে: রসায়ন (তত্ত্বীয়) প্রথম পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, ইতিহাস প্রথম পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথম পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র।
  • ২৩ জুলাই সকালে: রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র, ইতিহাস দ্বিতীয় পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র।
  • ২৫ জুলাই সকালে: অর্থনীতি দ্বিতীয় পত্র, প্রকৌশল অঙ্কন এবং ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র।

শিক্ষার্থীদের এই স্থগিত পরীক্ষাগুলো ১১ আগস্টের পর নতুন তারিখে অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর নির্ধারিত সময় এবং স্থান সম্পর্কে যথাসময়ে জানানো হবে।

  • dailyusharbani
  • ঊষারবাণী
  • বাংলাদেশ
  •   local-nogod-300-x-250