শিরোনাম

কারাগার থেকে মুক্তি পেলো শীর্ষ সন্ত্রাসী ‘কিলার আব্বাস’

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে
কারাগার থেকে মুক্তি পেলো শীর্ষ সন্ত্রাসী ‘কিলার আব্বাস’

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন শীর্ষ সন্ত্রাসী ‘কিলার আব্বাস’ ওরফে আব্বাস আলী। সোমবার (১২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর ভারপ্রাপ্ত সিনিয়র জেল সুপার আমিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আব্বাস আলীর স্বজনরা রাত সাড়ে ১০টার দিকে তাকে কারাগারের মূল গেট থেকে নিয়ে যান।

এদিন রাত ৮টা থেকে আব্বাস আলীর স্ত্রী ও পরিবারের সদস্যরা কারাগারের মূল ফটকের সামনে অপেক্ষা করতে থাকেন। পরবর্তীতে রাত সাড়ে ১০টার দিকে আব্বাস আলী কারাগার থেকে বের হয়ে পরিবারের সাথে চলে যান। সাংবাদিকদের সাথে কথা বলার জন্য কেউই প্রস্তুত ছিলেন না।

উল্লেখ্য, ‘কিলার আব্বাস’ নামে পরিচিত আব্বাস আলী রাজধানী ঢাকার ২৩ শীর্ষ সন্ত্রাসীর একজন। ঢাকা জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনে এবং কাফরুল থানার কচুক্ষেত এলাকায় প্রকাশ্যে দুই ব্যবসায়ীকে গুলি করে হত্যার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়। ২০০৩ সালের ১৪ ফেব্রুয়ারি বনানী থেকে গ্রেফতার হওয়ার পর থেকে কাশিমপুর কারাগারে ছিলেন তিনি।

  • dailyusharbani
  • ঊষারবাণী
  •   local-nogod-300-x-250